আমরা ঘুমাই শান্তি করে
বিছানাতে রাতে
পথশিশু কষ্টে কাটায়
বাড়ির পাশে শীতে।
মা বাবা গো নাই যে তাদের
কেউ দেখে না হেঁটে
দেখবে তাদের কে বলে আর
দিনটি যাচ্ছে কেটে।
আমরা থাকি মহাসুখে
আনন্দে সময় যায়
পথশিশু গভীর শীতে
কষ্টে সময় কাটায়।
ধোনির দিকে তাকায় আছে
আসবে কবে তারা
সাহায্য করবে আমাদের
শীত যাবে মোর সারা।
সাধ্যমত আছে যত
গণ্যমান্য ব্যক্তি
এগিয়ে আসলে সকলে
পথ শিশুর মুক্তি।