এরাই আমার পঞ্চপাণ্ডব
এরাই ক্রিকেট যোদ্ধা
নাইতো শোনার সময় আমার
বললো কী কোন বোদ্ধা।
বাংলাদেশের ক্রিকেট খেলা
এদের দ্বারাই ঋদ্ধ
এ কথাটা স্বীকার করে
দেশের আবালবৃদ্ধ।
পাঁচ ক্রিকেটার এনে দিসে
অনেক অনেক জয়
বাংলাদেশের ক্রিকেটকে তাই
বিশ্বমানের কয়।
এরা হলো ক্রিকেট হিরো
বাংলাদেশের ছেলে
এরা তাদের প্রাপ্যটা পাক
উড়ুক ডানা মেলে।
বলছি যাদের পঞ্চপান্ডব
নাম শুনে হও খুশি
সাকিব তামিম মাশরাফি আর
মাহমুদউল্লাহ মুশি।