কাল প্রবাহের রীতির দ্বারা
মহানন্দে তুলে সাড়া
আসছে নববর্ষ,
সুস্বাগতম জানাই তারে
চব্বিশ যে আর আসে নারে
হৃদয়ে থাক হর্ষ!
শক্তি দাও রব সকলের মাঝ
গড়ে তুলতে সুস্থ সমাজ
কেটে তিমির রাতি,
সত্য ন্যায়ের ঝাণ্ডা ধরে
অন্যায্য কে জবাই করে
জ্বালতে সুখের বাতি!
ঊর্ধ্বে ধরে মানুষের মান
সাম্যবাদের গাহিয়া গান
লড়তে যেন পারি,
পঁচিশের রব এটাই শপথ
পূর্ণ করতে ওই মনোরথ
দাও মহিমা তারি!