তুমি আঁচল বিছিয়ে পাহাড় আর
আকাশকে এক করেছ
অপার সৌন্দর্যের হাতছানিতে
অবাক-খুশি খেলে তোমার ছোঁয়ায়
চোখের স্বর্গ – ভূমি তুমি
তুমি মনের প্রশান্তি।
মেঘের বারজাখেে তুমি অনন্য
যেন রূপকথার এক রাজ্য
মুগ্ধ আমি, ধন্য আমি
সবুজের পর সবুজ পাহাড়
ঝিরিপথের চিহ্ন ও মাঝে বয়
দূরের পথও মালা গলে এঁকেবেঁকে
হারিয়ে যা-ই এমন স্বর্গের স্বরূপে
বনের পর বন হাতে রেখে হাত
বিকেলের অস্তাচলের সূর্যের হাসির
রক্তিম আভায় ক্ষীণ চাঁদ অন্যপাড়ে।
একসাথে দুইয়ের ছবি একি! মোহাচ্ছন্নতা দিলে!
আমি স্বপ্নে আছি নেই বাস্তবে?
একদম তাই! এটাই বাস্তবে
আমি মোহে নই,নই ঘুমঘোরে।
নীলাচল তুমি প্রশান্তি, তুমি বর্ণনাতীত,
স্রষ্ঠা তোমায় সৃজিছেন কেমনে!
তাঁর নূরের তুলিতে অমন সুধা ঢেলে।