নেত্রজলে হয় যে পায়োধি
নীরবে ঢেউ খেলে অভিমান,
মুছে যায় নয়নের কৃষ্ণবর্ণ অঞ্জন -
কমল ঠোঁটে লবণাক্ত ঝর্ণার আলিঙ্গন।
প্রতুল ঝর্ণাধারায় ভিজে স্যাঁতস্যাঁতে
অভিমানের পাহাড়,
একমুঠো উষ্ণতার প্রতিক্ষায় -
কখন উঠবে জেগে প্রভাতে সূর্যসারথির হাসি,
শত প্রভঞ্জন কাটিয়ে নিরবে বলবে ভালোবাসি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com