নেত্রজলে হয় যে পায়োধি
নীরবে ঢেউ খেলে অভিমান,
মুছে যায় নয়নের কৃষ্ণবর্ণ অঞ্জন –
কমল ঠোঁটে লবণাক্ত ঝর্ণার আলিঙ্গন।
প্রতুল ঝর্ণাধারায় ভিজে স্যাঁতস্যাঁতে
অভিমানের পাহাড়,
একমুঠো উষ্ণতার প্রতিক্ষায় –
কখন উঠবে জেগে প্রভাতে সূর্যসারথির হাসি,
শত প্রভঞ্জন কাটিয়ে নিরবে বলবে ভালোবাসি।