ঋতুরাজের রঙচটা বেহাল দশায়
ফুল পাখির ঢিমেতালে আসর,
ঋতুবদলের পালায় কে কখন
আসে যায় উপায় নেই বোঝার।
কোকিলার কন্ঠে বসন্তের আগমনী
সুরে কেমন মন মরা ভাব,
ফুলের রঙিন বাসরে মৌমাছি ভ্রমর
প্রজাপতি অনেক'টা নিরব।
বসন্তের স্মৃতিচারণে বসন্ত বরণ ঘটা
করে ভ্যালেনটাইন সময়ের মে'কি
আয়োজন,সাধ আহ্লাদ পূরণে
আধুনিকতার নাম ভাঙিয়ে বিষ উদঘাটন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com