• আজ- শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

নির্মম শূন্যতা’

- এম এ জিন্নাহ  / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
উদ্বেগ
ছড়া কবিতা

add 1
  • – এম এ জিন্নাহ 
প্ল্যাটফর্মের শেষ ট্রেনটিও নিজ গতিতে ফিরে গেলো গন্তব্যে
সন্ধ্যা নামার আগেই নীড়ে ফিরেছে শালিকের দল
স্টেশনে দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়ির বহর
একে একে চলে গেলো কুয়াশার অন্ধকারে ,
অথচ আমি খানিকটা উঞ্চতার শূন্যতায়
শহরের ল্যাম্পপোস্টের তলে কাটিয়ে দিয়েছি
গোটা শতেক রাত।
কোথাও তুমি নেই,
তোমাকে ছাড়া পুরো শহরটা যেনো
 একটি বেওয়ারিশ এলাকা ।
খাদ্য দুর্ভিক্ষে মানব শূন্য হওয়া পৃথিবীর মতো
ভালোবাসার তীব্র দুর্ভিক্ষে হৃদয় হয়ে ওঠে ক্ষত-বিক্ষত
অসহায়ত্বের নিদারুণ নির্মম মঞ্চে
একা দাঁড়িয়ে গুণে যাই অপেক্ষার প্রহর ,
তুমি আলতো ছোঁয়ায় ছুঁয়ে দিবে বলে
বহুকাল অব্দি নেওয়া হয়না নিজের যত্নটুকুও।
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT