কবি আজ কেন তোমার নয়নে
বিষাদে ভরা টলমলে জল,
লেখনীর কলমে ফুটিয়ে তুলেছ
মাধূর্য লেখনীতে পাও বল।
কোথা কবি পেয়েছো দুখ একা
আজ কেনই নিরবে কাঁদো?
সুখ দু:খে'র মাঝে একা নিরবে
মনের স্বপ্নগুলো তুমি বাঁধো।
ধৈর্য্য আছে বলে কবি সর্বদায়
লিখে চলেছো অন্যের দুখ,
ভালোবাসা অদ্য কয়জনে পায়
লিখে মনের মাঝে পাও সুখ।
ভালোবাসলেই যায় না যে বাঁধা
মনের মতো বেশ একটা ঘর,
ভালোবাসার দেয়না মূল্য এখন
অল্প সময়ে ই করে নড়বড়।
ভুলে মনে হয় একা ভালোবেসে
কবি করেছো বিশাল ভুল,
আজ সেই ভালোবাসা অভিনয়
দিতেছো ভুলের মাশুল।
এক নিমিষে'ই মুছো তুমি আজ
ফেলো না অকারণে আর,
সেজন ছিলো যে আগে তোমার
এখন সে যেন অন্যজনার।
কতজনের নয়নের জল দিয়েছ
মুছে তুমি লেখনীর মাঝে,
মনের দুঃখ মনের মাঝে রেখে'ই
লিখছ সকাল আর সাঝে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com