গভীর অন্ধকারের নিদারুন নিদ্রাহীন রাত
নিঃশব্দের গভীর হতে তীব্র আর্তনাদ যেন ভেসে!
অস্থির ভাবনাগুলো অবচেতনে হামাগুড়ি দেয়
কল্পনার চাঁদনী আলোতে বুনো ঘুম ভেঙ্গে আসে!!
টিকটিক শব্দে কান্না করে ছন্দময় ঘড়ি
শান্ত সেকেন্ডের কাটা অস্থিরতা ছড়ায়!
জানালার গ্রিলের সাথে অকথ্য গোপন গল্প
নিদ্রাহীন রাতে অন্ধকারের মায়ায় জড়ায়!!
বসন্তের নিদ্রাহীন প্রতিটি রাতে অপমৃত্যু ঘটে
স্মৃতিরা সব খসে পড়ে যেন উল্কাপিণ্ড ক্ষত বিক্ষত!
নিস্তব্ধতার মধ্যে একটি একা আত্মা দীর্ঘশ্বাস ফেলে
আকাশ থেকে বিচ্যুত প্রেমহীন নিদ্রাহীন তারা যত!!
স্বপ্নগুলো ক্ষণস্থায়ী কুয়াশার মতো এড়িয়ে যায়,
নিস্তব্ধতার মধ্যে প্রচন্ড শক্ত করে চেপে ধরে!
অস্থিরতার ক্যানভাসে ভয়ংকর স্বপ্ন মিলিত হয়
না বলা গল্পরা নীরবে ফিসফিস করে মরে!!
চাঁদ সভাপতিত্ব করে প্রতিটি নিদ্রাহীন রাতে
অনুভূতিহীন আত্বাটা সামান্য এক সদস্য মাত্র!
পৃথিবীর ক্যানভাস থেকে স্বপ্নরা উড়ে যায়
আত্বাহীন চেতনাহীন দেহ ঘুড়ে ফেরে সর্বত্র!!