ঘরে বাইরে সমান তালে
রয়েছে নারীর অবদান,
তবু দুঃখ এ সমাজে
নারী পায় না নিজের প্রাপ্য সম্মান।
পুরুষতান্ত্রিক সমাজে নারীর লড়াই
চিরকালই এক কঠিন অভিযান
প্রতি পদে নারীর হচ্ছে বলিদান।
যেদিন পাবে নারীরা যোগ্য সম্মান
বলব সেদিন আমিও ভারত দেশ মহান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com