গোলাপ মাহমুদ সৌরভ
নারী তোমার অনেক রূপ
কারো যে হও মা,
কারো হও আদরের বোন
কারো প্রিয়তমা।
নারী তোমার ভালবাসায়
মুগ্ধ হয় স্বামী,
নারী তোমার চলাফেরায়
হয়ে উঠো দামী।
নারীর জন্য যে সহানুভূতি
দেখাতে হবে ভাই,
নারী তুমি নও অবহেলিত
এটাই সত্য তাই।
নারী তোমার সব অধিকার
আছে স্বাধীনতা,
নারী তোমার পর্দা ফরজ
থাকো শালীনতা।
ভালো নারীর ভালো গুণ
পাবে যে সম্মান,
নারী তোমার সব অবদান
হবে না অম্লান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com