নারী আমি সব পারি
ভাঙা গড়া মচকানো,
নারী আমি রুপধরি
এক আমি তবু ভিন্ন!
নারী আমি মায়াময়ী
লালন পালন কাজ,
নারী আমি শোভাময়ী
ভূষণ আমার লাজ!
নারী আমি রাজরাণী
সৃষ্টির পূজারী তবু,
নারী আমি ভিখারিনী
ভিতর বাহির কভু!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com