আদিম পিপাসু মন মাঝে মাঝে জেগে ওঠে
সন্ধান খুঁজে পায় -
দ্রোপতির বস্ত্রহরণ ।
কবে কার সেই ঘটনা
আজও তুষের আগুনে মন
মাঝে মাঝে ফুটে ওঠে
বিভিন্ন স্থানে, বিভিন্ন রাজ্যে ।
তাই বিবস্ত্র করা হয়
মনিপুর , রাজস্থান , বাংলায় !
দুর্যোধন, দু:শাসন এর অভাব হয় না এ দেশে
নারী নিগ্রহ, নারী নির্যাতন রোজকার ঘটনা ।
ধৃতরাষ্ট্র আমরা সবাই !
এ একরাশ লজ্জা ,
কলঙ্ক বহন করে আমাদের দেশ ।
নারীর উপর এই যে হামলা
কবে বন্ধ হবে ?
রাজনৈতিক ধান্দাবাজ কবে নিপাত যাবে ?
সময় ই বলে দেবে -
সুন্ধর স্বপ্ন ভেঙ্গে তছনছ
আর কত নগ্ন হবে তুমি !
নগ্ন হবে আমার দেশ ?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com