নারী সৃষ্টির সূচনা,
নারী সাধকের সাধনা।
নারী তোমার প্রেরণার শক্তি,
নারী নমি নাও বিবেকের ভক্তি।
নারী বিধাতার বিস্মিত দান,
কেন করো প্রতিক্ষনে অপমান?
নারী তোমার আগামীর আশ্বাস
তবু কিসের এই বিদ্বেষ?
একবার ভাবো নারীর অসীমতাকে
ভাবো দশভুজা রূপকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com