নারীর সম্মান পদে পদে
নারী কি তা জানে
জানতে হবে তা নাহলে
মরবে ভাঁটার টানে।
অধিকারের নেশায় নারী
নিজকে বানায় পণ্য
জানলে পরে হবেন তারা
সত্যিকারের ধন্য।
নারী ছাড়া নর কখনো
হয় না পরিপূর্ণ
নারীই পারে করে দিতে
দম্ভ নরের চূর্ণ।
আদম যখন একা ছিলেন
হাওয়া হলেন সাথী
নর ও নারী দুটি নয়ন
শোনো মানবজাতি।
মায়ের পদতলে আছে
জান্নাতেরই চাবি
বৃদ্ধাশ্রমে আর কোনো মা
যাবে না এই দাবি।
এক সাহাবির চারটি সুয়াল
ওগো প্রাণের নবী
সবচে বেশি হক আছে কার
বলুন আমায় সবই।
তিনটি বারই বলেন নবী
সবার আগে মাতা
চতুর্থবার বলেন তিনি
তোমার জন্মদাতা।
কন্যা যদি জন্মগ্রহণ
করে কারো ঘরে
পিতামাতার জন্য সে যে
জান্নাত হয়ে পড়ে।
একটি মেয়ে একটি জান্নাত
দুটি মেয়ে দুটি
মানুষ তাদের করতে হবে
বাঁচিয়ে দোষত্রুটি।
ইসলামেরই প্রথম শহীদ
নামটি যে তার সুমাইয়া
নারীজাতি আর কতকাল
থাকবে তুমি ঘুমাইয়া।
যে নারীটি সবচে বেশি
হাদিস করেন বর্ণনা
সেই জননী আয়েশাকে
বলবে নাকি স্বর্ণ না!
যেই জননী হেরা গুহায়
পৌঁছে দিতেন খাবার
তাহার মতন খাদিজাকে
পেতাম যদি আবার।
অধিকারের নেশায় যারা
হচ্ছে পাগলপারা
পড়ুক তারা নবীর হাদিস
কুরান তিরিশ পারা।
কোন কাজে তার অধিকারের
ষোল আনাই পাবে
কাদের কাছে গেলে তাদের
ইজ্জত খোয়া যাবে।
আল্লাহ বলেন পড়তে হবে
পড়ায় জীবন শুরু
কুরান দিলেন জীবন বিধান
নবী হলেন গুরু।
নবী বলেন তাহার কাছে
তিনটি জিনিস প্রিয়
নারী হলেন অন্যতম
শুনছো কি সুপ্রিয়।
নর যা পাবে নারী পাবে
তারও অনেক বেশি
পুরুষ তোমার লাভ হবে না
দেখিয়ে বাহু পেশি।
নারীর ভরণ পোষণ করার
দায়িত্বটা নরের
নারীই মাতা নারীই ভগ্নি
নারীই লক্ষ্ণী ঘরের।
মায়ের আদর পেয়েই মোরা
আজকে এত বড়
সেই মায়েরই জন্য এবার
একটা কিছু করো।
মা যাবে না বৃদ্ধাশ্রমে
মা মানে তো ঘর
মায়ের দোয়ায় এই পৃথিবী
স্বর্গ সরোবর।
মায়ের মতো কোনো নারীই
হবে না আর বঞ্চিত
এই পৃথিবীর ইতিহাসে
তাদের অনেক সঞ্চিত।
রাস্তাঘাটে কোনো নারী
হবে নাতো ধর্ষিত
পুরুষজাতির পক্ষ থেকে
সালাম হবে বর্ষিত।
লোকাল বাসে নারীর সিটে
বসবো না আর একটি দিন
পারলে নিজের আসন ছাড়ার
আজকে থেকেই শপথ নিন।
মুসলিম হিন্দু বুঝি নাতো
সবাই আমরা আদমজাত
অমানিশার ঘোর কাটিয়ে
বলি সবাই সুপ্রভাত।
নারী দিবস নয়তো শুধু
প্রতিটা দিন নারীর হোক
মা ও বোনের চোখের জলে
দেখবো না আর কঠিন শোক।