কাজের সময় আছি মোরা
নায়ক ভেসে মাঝি
মনটি যদি অশান্ত হয়
মনকে করি রাজি।
সময় থাকতে মূল্য দিব
সুযোগ তোমার এখন
চলে গেলে তোমার সুযোগ
লাভ হবে না তখন।
শিক্ষাদীক্ষা অগাধ তোমার
ভদ্র যদি থাকো
সমাজ তোমায় মনে রাখবে
ধৈর্য ধরে রাখো।
দেখতে তুমি সুন্দর মানুষ
মনটি তোমার কালো
এমন মানুষ চায়না সকল
দেয় না সেজে আলো।
কাজে-কর্মে নামাজ ধর্মে
শান্ত মনে করি
জ্ঞানী গুণী লেখক পাঠক
সঠিক পথটি ধরি।