নাম দিয়ে কি হয় বলো না নাম দিয়ে কি হয়?
মাঝে মাঝে নামের অর্থে ঘটেও ব্যতয়!
দুধে আলতা গায়ের বরণ নামটি কালিচরণ
মৃত্যুঞ্জয় বাবুরও তো হবে ঠিকই মরণ!
প্রেমানন্দ বাবুর মাঝে নেই তো প্রেমের লেশ!
প্রফুল্লদার জীবন জুড়ে বিষাদেরই রেশ!
হারান বাবু হারান না তো রয় সারাদিন ঘরে
বিজয় আবার পরাজিত সারাজীবন ভরে!
অপূর্ব তাঁর নামখানী নয় দেখতে মোটেও ভালো
কৃষ্ণ আবার ফর্সা দারুণ সূর্য্য দেখতে কালো!
নামটি সুবাস দুর্গন্ধেরই আস্ত যেন খনী
ননী গোপাল ভুলেও কভু খায়নি মাখন ননী!
বেদনাতেই নিত্য বসত আনন্দ তাঁর নাম!
হীরা মানিক রতনরা তো পায় না কোথাও দাম!