প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ
নাম দিছি কবিতা
ও কবিতা...ও কবিতা...
ও আমার ভালোবাসার প্রেমের কবিতা,
তোমার নামের সুর তুলে...
আজও, লিখে যায় যতো গান কাব্য কথা।
আজও, তোমায় ছাড়া কোন ছন্দ
বন্ধু, যায়না তো গাঁথা।
আমার, চলার পথে তুমি যে
আমার অনুপ্রেরণা,
তোমায় ছাড়া খুঁজে পাইনে
কোন যে উদ্দীপনা।
আজও হয়তো তুমি বন্ধু তা জানোনা
তুমি ছাড়া তাই তো অপূর্ণ রবে
এ জীবন ডায়রির পাতা।
বন্ধু, কখনো এ জীবন থেকে
যাও যদি পালায়,
সেদিন, আমার সুর ছন্দ সবি
যাবে যে হারায়।
তুমি, আমায় ছেড়ে যদি দূরেতে যাও
যদি, তুমি ভুল বুঝে কখনো বন্ধু
আমার দাও মনে ব্যথা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com