নিয়মিত নামাজে
মুমিন মনে প্রশান্তি,
নামাজের বিনিময়ে
পরকালে পাবে শান্তি ।
নামাজ পড়িলে সমাজে
মুমিনের বাড়ে সম্মান,
আখেরাতেও পাবে সে
জান্নাতের মর্যাদাপূর্ণ স্থান।
মুমিনকে সকল পাপাচার হতে
বিরত রাখে তাঁর নামাজ,
নামাজ কায়েমে তৈরী হয়
শান্তিময় পরিবার সমাজ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com