প্রথম দেখায় বরণ করে
নিল আমায় যে জন
সে যে ছিল গিন্নির নানি
আপন করে তখন,
দিনটি ছিল বিয়ের শুরু
প্রথম সাক্ষী তিনি
পোষণ করি মনের ভিতর
নানী শিরোমণি।
চিন্তাধারা তীক্ষ্ণ বুদ্ধি
সুস্থ সবল মগজ
জ্ঞানীগুণী এই সমাজের
মানুষ সরল সহজ।
সাদা মনের ব্যক্তি তিনি
কষ্টে তাহার জীবন
টিকে আছে এ ধরাতে
বেঁধে রেখে আপন।
গিন্নির নানি আপন তিনি
অতীত প্রিয় আমার
ভালোবাসি দু’জন মোরা
স্বার্থবিহীন পাবার।
সবার সাথে থাকবে তিনি
কাঁদবে সবার দুখে
এমন মানুষ পাবো কোথায়
হাসবে সবার সুখে।