নিজেকে
পণ্য করো না
বন্য করো না
অকর্মণ্য করো না।
ধন্য করো নিজেকে লজ্জা দিয়ে
গণ্য করো নিজেকে মানুষ হিসেবে
কারো জন্য কিছু করো ভালোবেসে।
শোপিস হয়ো না
শো অফ করো না
রিয়ার কোনো স্থান নেই কিছুদিন পরেই তুমি প্রমাণ পাবে।
যে দেখে আর যে দেখায় উভয়ই ভ্রষ্ট।