তুমি আমায় নষ্ট মানুষ বলছো।
আমায় নষ্ট করলো কে?
পৃথিবীতে কোনো মানুষ তো
নষ্ট হয়ে জন্মায় না!
তবে কি পরিবেশ পরিস্থিতি আমার
বা আমাদের মত মানুষের
নষ্ট হবার কারণ?
নষ্ট মানুষের-ও কষ্ট থাকে,
থাকে আবেগ, থাকে ভালোবাসা,
পাওয়া না পাওয়ার হাসি আনন্দ, বেদনা।
তোমরা তা দেখতে পাও-না।