পৃষ্ঠাদেশে বইছে রক্তের গঙ্গা
হৃদয়ে ফুটেছে ব্যাথার জবা,
আঘাতে আঘাতে ঝরেছে অশ্রু
তবু থামিনি হায়েনার থাবা।
হায়রে নির্বোধ নরপিশাচ
দেখলিনা অন্তর চক্ষু মেলে,
সবিতো দেখিছে আরশের মালিক
ভাবিছে আপন খেয়ালে।
হয়তো ওই আঘাতের ঋণ
শুধিতে হইবে তোর,
অনন্ত ব্যাথার আঁধার ভিড়িবে
জাগিবেনা সুখের ভোর।
যে চোখে ভাসে কবিতার ছন্দ
সে চোখে অশ্রু ভরা,
কবিতারাও আজ কাঁদিছে দিবানিশি
কাঁদিছে বসুন্ধরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com