আমি, বেঁচে থেকেও পাই যদি
নরক যন্ত্রণা....
তবে, এভাবে আর চাইনে আমি
ভবে, আমি বাঁচিতে
তুমি, এর চেয়ে প্রভু আমায়
মরণ দাওনা।।
কভু, না পাই যদি সুখের ছোঁয়া
আমি, এই জীবনে...
আমার, সইতে হয় জ্বালা যদি
হায়! প্রতিটা ক্ষনে।।
তবে, এমন সাধের জীবন প্রভু
আর আমি চাইনা।।
আমার, মনের আশা বারে-বারে
যদি ভেঙ্গে যায়,
তবে, নিরাশাতে আলো কি আর
খুঁজে পাওয়া যায়?
এই ভাঙ্গা গড়ার খেলা যে আর
প্রভু মানা যায় না।।
ভবে, স্বপ্ন তো সকলেই দেখে
হয় কারোর পূরণ,
আবার, কারোর স্বপ্ন ভেঙ্গে মনে
হয় যে রক্তক্ষরণ।।
মনের রক্তক্ষরণ যে আর প্রভু
সৈহ্য হয় না।।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com