নতুন বছর নতুন আশা
সবার প্রতি ভালোবাসা।
নতুন বছরে রাঙিয়ে মন
জয় উল্লাসে নাচি।
নতুন বছরে নতুন দিনে
ধর্ম পথে চলি।
নতুন বছরে নতুন ভাবে
আমি হবো মানুষ।
নতুন দিনের নতুন গান
জীবন মানেই যুদ্ধ।
নতুন দিনের নতুন স্বপ্ন
দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com