পুরাতন সাল বিদায় নিয়ে
নববর্ষ এসেছে,
আনন্দেতে ধরণীর সব
রঙিন সাজে সেজেছে!
আমরাও অতীত গ্লানি মুছে
নতুনত্বে তুলবো সুর,
অপশক্তি গ্রাসে আসলে
ভেঙ্গে তারে করবো চুর!
মানবতার মেলবন্ধনে
চলবো সবাই একই সাথ,
হিংসা-বিবাদ ছুঁড়ে ফেলে
ভালোবাসায় করবো মাত।
জাত ভেদাভেদ ছিন্ন করে
ভাঙবো সবার মনের ভুল,
গাইবো সুরে মানবজাতি
একটি বৃক্ষের অনেক ফুল।
নববর্ষে চলার পথে
প্রভু যদি সহায় হয়,
সবাই আমরা মিলেমিশে
ধরিত্রীতে আনবো জয়!