কোথা হতে আসো তুমি কোথা যাও চলে,
চলে যাও আঁধারিতে নাহি যাও বলে।
ক্ষণে ক্ষণে আসো তুমি মানুষের মাঝে,
যাইবার কালে মনে বেদনা যে বাজে।
তোমাকে বাঁধিয়া নর গুণে ধারাপাতে,
ভালোবেসে বাঁধে তোমা আনে গণনাতে।
তুমি আসো তুমি যাও নাই তোমা শেষ,
দিন মাস ধরে তোমা গুনে যাই বেশ।
তুমি আসো নিয়ে যাও জরা আছে যত,
রেখে যাও নবধারা বহ অবিরত।
তোমায় শুধিয়ে বলি ওহে নবকাল,
শুভ ধারা এনো ভবে থেক হয়ে ঢাল।