নতুন বছর আগত যে
এবার সবার মাঝে,
স্বাগত জানাই মন দিই সব
এসো ভালো কাজে।
নতুন পেয়ে পুরাতনকে
না যায় যেনো ভুলে,
স্মৃতির পাতায় সবকিছুই
রাখতে হবে তুলে।
তবেই তো মন মন্দ দেখে
ভালো কাজে যাবে,
যা-একদিন সব পরকালে
আমল নামায় পাবে।
বিপদগ্রস্তর দুর্দিনে সব
থাকবো দুখীর পাশে,
সাহায্য করা দেখে যেনো
অন্যরাও সব আসে।
আমার কর্ম দেখে যেনো
সৎ পথে সব আসে,
আমায় হারায় কষ্টে যেনো
জলে নয়ন ভাসে।