নতুন বছর আসে যখন
জরাজীর্ণ ভাগে,
সবার মনে নতুন রূপে
নতুন আশা জাগে।
নতুন ভোরে রক্তিম আলোয়
পুবের রবি ওঠে,
গোলাপ গাঁদা জুঁই চামেলি
ফুলের বাগে ফোটে।
ফুলের মতো সবার জীবন
হয় যেন মনোহর,
সুখ শান্তি হাসি আনন্দে
ভরে ওঠে ঘর।
দুর্নীতি ঘুষ কালোবাজার
দেশ থেকে হয় দূর,
যত আছে চাষের জমি
শস্যে হয় ভরপুর।
নতুন বছর বিশ্বে যেন
কোনো বিবাদ না হয়,
হিংসা বিদ্বেষ ভুলে সবাই
কাঁধ মিলিয়ে রয়।