ফুল ফুটেছে নতুন গাছে
নতুন বছর এলো,
নতুন বছর নতুন বাগে
সফলতা পেলো।
নতুন বছর নতুন খবর
সবার জন্য ভালো,
নতুন বছর ফুলে ফুলে
বাগ করেছে আলো।
দুষ্ট মিষ্টি ছেলেমেয়ে
ফুলের লোভে আসে,
নতুন ফুলের স্নিগ্ধ শোভা
তাদের মুখে হাসে।
বছর জুড়ে স্বপ্ন দেখি
হাসবে ফুলে ফুলে,
সবার গলে মালা দেবো
ফুল সমগ্র তুলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com