প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ণ
নতুন বছরের স্বপ্ন
নতুন বছর এলো ফিরে,
থাকুক না সব স্মৃতি ঘিরে।
দু:খ স্মৃতির পাতা খুলে,
জরাজীর্ণ যাবো ভুলে।
নতুন দিনের স্বপ্নের জালে,
বাস্তব করবো চব্বিশ সালে।
সত্যের মালা নিবো গলে,
মিথ্যা রুখবো নিত্য ছলে।
পণ করেছি মনের ঘরে,
মিত্র হবো সকল তরে।
দ্বন্দ্ব বিভেদ যাবে দূরে,
সব হৃদয়ে থাকবো জুড়ে।
নতুন বছর সাজাই ভরে,
সুখের পরশ জড়ায় ধরে
থাকবো মোরা হাসির সাথে,
জয়ের নিশান আনবো হাতে।
বছর জুড়ে হকের পথে,
নাহি চলি উল্টো রথে।
থেকো প্রভু দাসের পাশে,
চাতকিনী তব আশে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com