ছাত্র-ছাত্রী সর্বকূলের
সত্যের পথে চলি
ন্যায়ের পথে বিচরণ থেকে
সঠিক কথা বলি
গুরুজনের কথা শুনে
ধর্ম, কর্ম জেনে
পিতা মাতার সদয় হয়ে
তাদের আদেশ মেনে।
পড়াশোনায় মনোযোগী
নিয়মিত করে
ধৈর্য ধরে শুনতে হবে
শয়তান থেকে দূরে।
উপদেশ গুলো সরল মনে
পড়বে নতুন পাতায়
অতীত থেকে শিক্ষা নিয়ে
লিখবে নতুন খাতায়।
চব্বিশ সালের প্রথম প্রহর
শপথ করি বেলা
দেশ গড়বো সকল শিক্ষার্থী
গ্রাম থেকে জেলা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com