নতুন বছর,
এবার না হয় একটু খানি
আমার কথা ভেবো,
দুঃখ গুলো তোমায় দিয়ে
এক টুকরো সুখ নেবো।
ত্রিশ বছর তোমার কছে
হইনি কিছুই চাওয়া,
তাইতো শুধুই জীবন ভরে
এত দুঃখ পাওয়া।
এবার আমি তোমার কাছে
চাইবো অনেক কিছু,
নতুন ভাবে নতুন রুপে
ছুটবো তোমার পিছু।
নতুন বছর,
আমি বড়ই সহজ সরল
মানুষ চিনিনা,
ভালোবাসার নামে সবাই
করে ছলনা।
ওদের জন্য দাওনা আশীষ
ঘুচুক মনের কালো,
কাউকে যেন দুঃখ না দেয়
জ্বালে প্রেমের আলো।
নতুন বছর,
রাস্তার পাশে যে ছেলেরা
রোদ গরমে কাঁদে,
তারা যেন বাঁচতে পারে
মাথা গুঁজে ছাঁদে।
ওদের মুখে আমি যেন
দিতে পারি ভাত,
নতুন বছর আমার জন্য
রেখ আশীর্বাদ।