বাবা মায়ের সাথে দু’জন
সাদা পোশাক পড়ে
পাঠশালাতে যাবে তারা
মোদের হাতটি ধরে।
সাঈদ, সুবহা সকাল সকাল
ঘুমের ঘরে মগ্ন
জানুয়ারির প্রথম প্রহর
বই যে পাবে স্বপ্ন।
সবার আগে উৎসব রুমে
খোকা খুকু ছিলো
শিক্ষক সকল বইয়ের গুচ্ছ
হাতে হাতে দিলো।
আনন্দিত সবাই পেয়ে
ছাত্র-ছাত্রী ওরা
যার যার বাড়ি ফিরে গেলো
শুরু করলো পড়া।