সোনালী ফসল ঘরে ঘরে
কৃষকের হাসি মুখে,
নতুন ধানের বেশ আনন্দ
ঘর যে ভরায় সুখে।
ধান মাড়াই শেষে কৃষক
পিঠার ধান রাখে,
নতুন ধানের নানানরকম
পিঠা বানিয়ে থাকে।
আটা তেল চিনির মিঠাই
দিয়ে বানান পিঠা,
স্বাদে ভরায় পিঠাপুলির
সাথে দারুণ মিঠা।
পিঠাপুলি খেয়ে সকলে
খুশিতে থাকে বেশ,
নবান্ন উৎসবে হাসি খুশি
পিঠার উৎসব শেষ।