প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৫:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৩, ২:২৫ অপরাহ্ণ
নতুন জামা
একটি জামা দাওনা মাগো
তুমি আমায় কিনে,
সারাদিন ঘুরবো পড়ে
খুশির ঈদের দিনে।
ইচ্ছে করে ওদের মতো
নতুন জামা পড়ি,
নতুন সাঁজে সেঁজে আমি
সারাবেলা ঘুরি।
দাওনা মাগো কতো দিন হয়
আমায় একটি জামা,
নতুন সাঁজে সাঁজবে দেখো
পাশের বাড়ির ঝুমা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com