বলে দিতে আগে আমায়
থাকতাম না তোর শহরে।
আতশবাজি দিয়ে মারলি
তিলে তিলে ওরে।
প্রাণ নিয়ে ছুটি আমি
শহরের অলিগলি।
কোথায় যাব কে বাঁচাবে
মারবে না আমায় ধরি।
শব্দ শুনে উরি যখন
শূন্যেরি মাঝে”দেখি তখন
চারপাশে মরণ আলো
দিচ্ছে আমায় উকি।
নিচ হতে হাসে মানুষ
আতশবাজি জ্বেলে।
আমি পাখি কি যে করি
দেখল না কেউ চেয়ে।
কান আমার যায় ফেটে
বিকট শব্দ শুনে।
চক্ষু আমার যায় জ্বলে
আজব পৃথিবী এসে।
দেহ যায় জ্বলে আমার
কলিজা যায় ফেটে।
এত কষ্ট পাইনি কখনো
মরণ এলো বুঝি চলে।