আমার শূন্যতা মনেতে পূর্ণতা আনিলে
প্রভু ভরিলে যে জ্ঞানো ভান্ডার,
মোর নিদ্রিত মনটাকে জাগ্রত করিয়া
খুলে দিলে যুগোল আঁখি দ্বার।
তাই তো কৃতজ্ঞতায় হয়েছে নতজানু
তোমার ত্বরেতে অবাধ্য এ মন,
এভাবেই অবনত মস্তকে তম পদ চরণে
থাকিব আমরণ এটা মোর পণ।
যা কিছু পেয়েছি আজ সবি দিয়েছ তুমি
আমার তো নেই কিছু এক রতি,
ভালবাসো তুমি মোর তম ভালোবাসি তাই
সদা স্মরণে যায় করে মিনতি।
মোর নয়নের আঁধার দূরীভূত করে প্রভু
তুমি দিখাইয়াছ যে আলোর পথ,
বিপথে চলিতে তাই পেয়ে সূপথের সন্ধান
থামাইয়াছি চলার পথের রথ।
আমি জানি আমি সব কিছু বুঝি গো প্রভু
তুমি সব আত্মার অন্তর্যামী,
তুমি সর্বস্তরে আছ ভূমন্ডল নভোমন্ডলেতে
আর যেথা জল স্থল মরুভূমি।
স্থল আর গগনের মাঝেতে যে শূন্য ভুবন
সেথাও তুমি আছ ভাসমানে,
তুমি সর্বজন তাই নেই যেথা কারো বিচারণ
সেখানেও আছ অজানা খানে।