শত বছর পরেও তুমি
স্বীকৃতিতে এলে,
বিদ্রোহী ও প্রেমের সাগর
তোমার কথাই বলে।
তুমি ছিলে হৃদয়ের কবি
শ্রেষ্ঠ কলম কালি,
অনাহারে কষ্টে তোমার
জীবন যাইনি ভুলি।
আমার দেশের গর্ব তুমি
জাতির নক্ষত্র, তাঁরা,
তোমায় পেয়ে ধন্য মোরা
সাহিত্যের পথধারা।
এ ধরাতে তোমার কদম
জ্ঞানের উচ্চ ভাজন,
বিশ্বভবে এমন মানব
কোটিতে মিলে কজন?
তীক্ষ্ণ জ্ঞানের সাধক তুমি
নজরুল অন্যধারা,
তোমায় পেয়ে সবুজ বাংলায়
গর্বে আত্মহারা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com