নজরুল বুলবুল পিউপাপিয়া
ঢেউ তোলে বুক নদে হৃদ ছাপিয়া
দ্রোহ কবি, বিপ্লবী, হৃদ ময়না
তারে ছাড়া এই মনে সুখ সয় না।
নজরুল তুল তুল বনফুল সৃষ্টি অসীম
টকটক মিষ্টি ঝাল খুবই নিম
হামদ নাত গল্পে জুড়ি মেলা ভার
জুলুমের কাছে সে যে ছুড়ি তলোয়ার।
নজরুল ফলফুল ঝরনাধারা
চাঁদ রবি জোছনা শিউলি চারা
মিশে আছে প্রেম প্রেম ঝড় তুফানে
অমরতা হয়ে আছে বাংলা গানে।