আজ যতদূর আসা
পাওয়া যত ভালোবাসা
পাশে যত হতাশা
সব ধৈর্যের বৃন্তে ঠাঁসা!
আজ যতটুকু শেখা
জ্বালানো দীপ্ত শিখা
প্রেমময় জীবন রেখা
ধৈর্যের সঙ্গে ঠকে দেখা!
আজ মিলেমিশে যত
পূরণ করেছি ক্ষত
আমি ঠিক আমার মত
ধৈর্য দিয়েছে সঙ্গ তাতো!
আজ কিংবা আগামী
জানিনা কোথায় আমি
হবো অগ্র নাকি নিম্নগামী
ধৈর্যের বিনির্মানে শুধু জানি!