কবিতার শব্দ জুড়ে
মিশে আছো তুমি
কলমের আঁচড়ে আঁকা
ধূসর মরুভূমি।
ডায়েরির পাতার ভাঁজে
লুকানো মোহমায়া
অন্তরে বিস্তৃত সদা
সঞ্জীবনী ছায়া।
শুভ্র আকাশ জুড়ে তুমি
অধরা অস্ফুট কায়া।
তীব্র স্রোতে ভাসিয়ে যাওয়া
খড়কুটো নও তুমি
তুমি বিনে হৃদয় ভেঙে
ধূসর মরুভূমি।