ধারের টাকা
চাইতে বোকা
ডেটের পর ডেট,
পায়ের জুতা
কিযে অবস্থা
ভাবলে মাথা হেট!
তার পরেও
দেয় যদিও
কিছু কিছু করে,
কাজে লাগেনা
লাভে আসেনা
মনটা পুড়ে মরে!
বিচার বসে
হিসাব কষে
করে চৌদ্দ গুষ্টি উদ্ধার,
ঘরের খেয়ে
পরের তরে
কেউ টাকা দিওনা ধার!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com