প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
ধনাঢ্যের নোংরা নীতি
সোনার বাংলায় চলছে এখন নোংরামির যজ্ঞ
ক্ষমতার মিছিলে ধনাঢ্যের নিকটে নীতি বুঝি অজ্ঞ।
অনল জ্বলছে সোনার বাংলায়, অসহায়ত্বের বুকে
ক্ষমতালোভীরা বিস্তার ঘটাতে, আঘাত হানছে হতদরিদ্রের বুকে।
সম্ভ্রম হারিয়ে মা-বোনেরা উঁচিয়ে ছিল স্বাধীন বাংলার পতাকা
দামালদের হাতে সম্ভ্রম হারানোর খবর লিখতে ব্যস্ত, আজকের পত্রিকা।
ছুরি চলেছে নিষ্পাপের গলে, এলাকার প্রধান খুনী
নিজস্বতা রক্ষার স্বার্থে, বাধ্য হচ্ছে ব্যক্ত করতে খুনীই আজকে গুনী!
বলির পাঠা পিতার ন্যায়, সিংহাসন চায় মেয়ে
নোংরা রাজনীতির রঙ্গমঞ্চে, অরাজকতা চলছে সোনার গায়ে।
ধিক্কার দিচ্ছে, থু থু ছুড়ছে পীড়িত জনগণ
বাঁচার ইচ্ছে প্রবল জেগেছে, শান্তিই শুধু প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com