আমি মধ্যবিত্ত
সামান্য বেতনের একটা চাকরি
কোন মতে স্ত্রী কন্যা নিয়ে
প্রতিটা মুহুর্তে লড়াই করে যাচ্ছি।
কিন্ত আজ যেন আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে,
লড়াই করার শক্তি যেন ফিকে হয়ে যাচ্ছে
দ্রব্য মূল্যের কঠিন পৃষ্ঠাঘাতে।
দ্রব্য মূল্যের নির্মম এই উর্দ্ধগতি
মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই আমার
যদি আমি দ্রব্য মূল্যের জন্য রাজ পথে সংগ্রাম করি
তাহলে পুচকে নেতারা বলবে আমি দেশদ্রোহী।
আমি যদি অধিক মূল্যের দ্রব্য বর্জন করি
তাহলে তথা কথিত ভদ্র সমাজ
যারা ঘুষের টাকায় ফুটানি মারে
তারা আমার সামর্থ্য নিয়ে কথা বলবে।
আমি যদি বেঁচে থাকার আশায়
নির্বাসনে যাই
তাহলে যারা দেশের টাকা ফাঁকি দিয়ে
বিদেশের মাটিতে বহুতল ভবন গড়েছে
তারা আমার স্বদেশ প্রেম নিয়ে কথা তুলবে।
যদি আমি গলায় ফাঁস লাগিয়ে
সমগ্র যন্ত্রনা থেকে নিজেকে মুক্তি দেই
তাহলে ধর্মের নামে যারা ভন্ডামি করে
আশীর্বাদের ছলে যারা নারী চিবুক স্পর্শ করে
কল্পনায় ঢুবে যারা নারীর জঙ্ঘার গভীরতা মাপে
তারাই ফতোয়া দিয়ে বলবে
আমি ভিরু কাপুরুষ।
তাই দ্রব্যমূল্যের লাগামছাড়া দামের জন্য
আমার কোন মাথা ব্যাথা নেই।
যে কটাদিন বাঁচি ঘরে কোণে মুখ লুকিয়ে থাকব
আর মনে মনে কবিতা পড়বো
স্বার্থক জনম মাগো জন্মেছি এই দেশে
স্বার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com