ঢাকতে গিয়ে মিথ্যে এক
নতুন কত মিথ্যে জন্মে,
জানিনা জানতেও চাইনা
প্রায়শ্চিত্তে কাজ কিবা কর্মে!
মানুষের যদিও করিয়া কিছু
এতটুকুও তৃপ্ত হতে পারি,
তবে কেনো অকারণে ক্ষতি
করতে সাধুর মুখোশ পরি!
উপকারী না হই তে ভালো
অপকার করাতো দোষের,
আমার কে কি করলো তাও
ভাবনা করা নষ্ট সময়ের!
দোষে দোষ খেলে
চাই সদাসর্বদা কল্যাণ,
একদিন তো অতীত হবে
আমার এ-ই সুন্দর বর্তমান!