সবসময় সব কথা শুনি
তবুও বারবার দোষী হই আমি
আজও কেন আমি অপরাধী?
আর কতো নিচে নামবো আমি?
আমার রক্তে নাই অহংকারী
আমার রক্তে নাই অবিচারী
পাল্লা আমার ছিল সব সময় ভারী
সব পরিস্থিতিতে চোখে চোখ রেখে বলতে পারি।
ইচ্ছে ছিল যত, স্বপ্ন দেখি তত
তবু হার মানি নাই কখনো
এতকিছুর পরেও কেন হলাম দোষী আবারো?