আয়রে দোয়েল ময়না কোয়েল
আয়রে আমার গাঁয়,
সোনার নূপুর পড়িয়ে দেবো
আদর করে পায়।
চিড়া মুড়ি খেতে দেবো
থালা ভরা ধান,
নেচে নেচে দিন কাটাবে
গাইবে সুখে গান।
যতন করে রাখবো ধরে
যেতে নাহি দেবো,
সুখে দু:খে ভালোবেসে
আপন করে নেবো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com