পুরা বাসি তেলে ভাজা
খাবার নাহি খাও,
সিঙ্গাড়া পুরি আলুর চপে
গ্যাস্টিক আছে তা-ও।
তেলাপোকা মশা মাছি
মলত্যাগ করে ,
ভালো খাবার নষ্ট করে
বসে যে উপরে।
পুরা বাসি খাবার খেলে
পেটে ব্যথা হয়,
মান সম্মত খাবার খেতে
ডাক্তার মশাই কয়।
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
রোগবালাই হয়,
যে দেহের জন্য ঝুকিপূর্ণ
এই খাবারে ভয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com